আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3007

বিবাহ-তালাক

প্রকাশকাল: 24 এপ্রিল 2014

প্রশ্ন

বাবা মোহরানার টাকা শোধ না করে থাকে সন্তান যদি বাবার পক্ষ তা মাকে পরিশধ করে, তাহলে তা আদায় হবে কিনা? প্রসঙ্গত বাবা মারা গিয়েছেন।

উত্তর

মোহরানা তো যার উপর আবশ্যক অর্থাৎ বাবাই শোধ করববে এবং সেটা বিবাহের সময়ই। কোন কারণে বিবাহের সময় না শোধ করলে পরে শোধ করতে হবে। এক্ষেত্রে ছেলে করতে পারে।