আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2987

সালাত

প্রকাশকাল: 4 এপ্রিল 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, সালাতে প্রথম রাকাতে সুরা বুরুজ ও দ্বিতীয় রাকাতে সুরা ইনফিতার পড়ি তাহলে কি সালাত হবে? তেমনিভাবে প্রথম রাকাতে সুরা নাস ও দ্বিতীয় রাকাতে কাফিরুন পড়ি তাহলে কি সালাত হবে? প্রথম রাকাতে আয়াত কম সংখ্যক ও দ্বিতীয় রাকাতে বেশি সংখ্যক তাহলে কি সালাত হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যে তিনটি অবস্থা বর্ণনা করেছেন সেগুলোর সকল অবস্থাতে সালাত হবে। সালাতে সহীহভাবে কুরআন পড়া আবশ্যক। আপনি যেগুলো বলেছেন সেগুলো সালাতের কোনই ক্ষতি করবে না।