আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2933

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 ফেব্রু. 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম। স্যার আমার বাড়ি কলকাতা । আমাদের এখানে ১৭.৫.২০১৮ বৃহস্পতিবার থেকে রজা রেখেছি। ফুরফুরা থেকে হুজুররা বলেছিল। ওই দিন থেকেই আরবেও রজা শুরু হয়েছিল। কিন্তু ১৫.০৬.২০১৮ শুক্রবার আরবে ঈদ হল আর ১৬.০৬.২০১৮ আমাদের কলকাতাতে ইদ। আমাদের কলকাতাতে ৩০ রমজান হল কিন্তু আরবে ২৯ টি রমজান হল। আমার প্রশ্ন হল এরকম হয় কি? এক জায়গায় ২৯ অন্য জায়গায় ৩০ দিনে মাস এটা সম্ভব? প্লিজ বুঝিয়ে বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এটা সম্ভব। আরবী মাস ২৯/৩০ দিনে হয়। জায়গা ভেদে কোথাও ২৯ আবার কোথাও ৩০ দিনে হতে পারে।