আসসালামু আলাইকুম। মুহতারাম, ০১) জামাআতে চার রাকআত বিশিষ্ট ফরজ সালাতের তৃতীয় রাকাআতে সালাত ধরতে পারলে চতুর্থ রাকাআত শেষ করে সালাম ফেরানোর পর একাকী অবশিষ্ট রাকাআতসমুহ আদায় করার ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ার পর কোন কোন রাকাআতে অন্য কোনও সূরা পড়তে হবে দলিলসহ জানালে উপকৃত হবো। ০২) জামাআতে মাগরিবের সালাতের দ্বিতীয় রাকাআতে সালাত ধরতে পারলে তৃতীয় রাকাআত শেষ করে সালাম ফেরানোর পর একাকী রাকাআতসমুহ আদায় করার ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ার পর কোন কোন রাকাআতে অন্য কোনও সূরা পড়তে হবে দলিলসহ জানালে উপকৃত হবো।