As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2916

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 জানু. 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম। স্যার অনেকে বলে রাষ্ট্রের আইন মানা ফরজ কথাটি কি ঠিক? কারণ যদি ফরজ হয় তাহলে কোনো রাষ্ট্র যদি বলে যে বোরকা নিষিদ্ধ, মেয়েরা হট প্যান্ট পড়তে হবে, etc তাহলে তো ইসলাম শেষ হয়ে যাবে। প্লিজ সঠিক টি দলিল সহ বিস্তারিত জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাষ্ট্রের যে আইন কুরআন-সুন্নাহর বিপরীত না হবে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। আর যে আইন বিপরীত হবে সে আইন মানা যাবে না। তবে যদি এমন রাষ্ট্র হয় সেখানে কুরআন-সুন্নাহ বিরোধী আইন মানতে বাধ্য। তাহলে সম্ভব হলে সেই রাষ্ট্র ছেড়ে অন্য কোথাও চলে যাবে আর না হলে আল্লাহ ক্ষমা করে দিবেন আশা করা যায়।