আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2898

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 জানু. 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি জানতে চাই, পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকুরী করা জায়েজ কিনা? এটি একটি সরকারী চাকরী, পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের আওতা ভুক্ত। বিষয়টি জানালে উপকার হতো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। ভাই, আরো স্বচ্ছ কোন কর্মের সন্ধান করুন। সন্দেহজনক কোন চাকুরী দরকার কী? রাসূলুল্লাহ সা. বলেছেন,إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِى الشُّبُهَاتِ وَقَعَ فِى الْحَرَامِ নিশ্চয় হালালকাজগুলো বলে দেয়া হয়েছে এবং হারামগুলোও বলে দেয়া হয়েছে। এই দুয়ের মাঝে আছে সন্দেহযুক্ত বিষয়। অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাং যে সন্দেহ থেকে বেচেঁ থাকবে সে তার ধর্ম ও সম্মানকে মুক্ত রাখবে আর যে সন্দেহের মধ্যে পতিত হবে (অর্থাৎ হালাল নাকি হারাম তা স্পষ্ট হচ্ছে না এমন সন্দেহ যুক্ত কোন কাজ করবে) সে হারাম কাজ করবে। সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৮