আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2893

হালাল হারাম

প্রকাশকাল: 31 ডিসে. 2013

প্রশ্ন

আমি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করছি,হালাল পথে টাকা উপার্জন করতে চাই । আমার জানা মতে,
ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন এটার লেয়াউট কেমন হবে। হেডারে, মেনু কোথায় থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ওয়েবডিজাইনার ওয়েবসাইটের সামনের অংশ (যা আমরা দেখতে পাই) তৈরি করে । ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ। ওয়েব ডিজাইনারদের কে আমরা Front-end ডেভেলপার ও বলতে পারি। আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েব সাইটের প্রাণ সঞ্চার করা। ওয়েবডেভেলপার ওয়েবসাইটের পিছনের অংশ (যা আমরা দেখতে পাই না) তৈরি করে । একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে ওয়েবডেভেলপমেন্ট। একটা ওয়েব সাইট কে তিনটা ভাগে বিভক্ত করা যায় যেমন ডিজাইন বা টেমপ্লেট, কনটেন্টম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটাবেস। একজন ওয়েব ডেভেলপার এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে পুরো সিস্টেমটি কে সক্রিয় এবং ডাইনামিক করে থাকেন। একজন ওয়েবডেভেলপারের কাজ হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটাবেস নিয়ন্ত্রণ, সিকিউরিটি নির্মান, ইউজার এবংএডমিনের ক্ষমতা নিয়ন্ত্রণকরা, এপ্লিকেশনের সকল ফিচারকে ফাংশনাল এবং ডাইনামিক করা এবং সমগ্র সিস্টেমের কার্যকারীতা এবং ব্যবহার যোগ্যতা নিয়ন্ত্রণ করা । ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন যদি তাতে পর্দাছাড়া মেয়েদের ছবি, কাটুন, PhotoEditor ব্যাবহার করে তৈরি করা ছবি, ইত্যাদি ব্যাবহার করে থাকে
তাহলে ওয়েবডেভেলপার হিসেবে ঐ ওয়েবসাইট এ কাজ করা হালাল হবে কি? online marketplace অথবা IT company তে ওয়েব ডেভেলপার হিসেবে হিসেবে কাজ করে যে টাকা পাব তা কি ১০০% হালাল হবে?বুঝিয়ে বলবেন ।

উত্তর

দেখুন, একজন মূমিনের উচিত সুন্দর ও স্বচ্ছ কোন কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনি যেটা বলেছেন সেটা সরাসরি হারাম বলা কঠিন, কিন্তু সমস্যা কিছুটা থেকেই যাচ্ছে। সুতরাং আপনার উচিত আরো স্বচ্ছ কাজের সন্ধান করা, যেখানে এই সন্দেহটুকুও থাকবে না। রাসূলুল্লাহ সা. বলেছেন,إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِى الشُّبُهَاتِ وَقَعَ فِى الْحَرَامِ নিশ্চয় হালালকাজগুলো বলে দেয়া হয়েছে এবং হারামগুলোও বলে দেয়া হয়েছে। এই দুয়ের মাঝে আছে সন্দেহযুক্ত বিষয়। অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাংযে সন্দেহ থেকে বেচেঁ থাকবে সে তার ধর্ম ও সম্মানকে মুক্ত রাখবে আর যে সন্দেহের মধ্যে পতিত হবে (অর্থাৎ হালাল নাকি হারাম তা স্পষ্ট হচ্ছে না এমন সন্দেহ যুক্ত কোন কাজ করবে) সে হারাম কাজ করবে। সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৮। আশা করি উত্তর পেয়েছেন।