আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2886

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 ডিসে. 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওযা রহমাতুল্লাহ। তারাবির সালাতে প্রত্যেক চার রাকাত পর যে দুআ পরা হয় এবং শেষে যে মুনাজাত করা হয় তা কি সুন্নাত সম্মত? তা না হলে বিতআত হবে কি? হাদীসে এ বিষয়ের দুআ যদি উল্লেখ করতেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে দুআ পড়া হয় সেটা না পড়ে কুরআন-হাদীসে বর্ণিত কোন দুআ পড়া ভাল। প্রচলিত দুআটিই পড়তে হবে, পড়া আবশ্যক এমন মনে করা বিদআত হবে। এই সময় হাদীসে নির্দিষ্ট কোন দুআ বা আদৌ কোন দুআ পড়ার কথা বলা হয় নি। আর মুনজাত আল্লাহর কাছে নিজের ভাষা করা যায়। সুতরাং প্রচলিত মুনাজাত করা না জায়েজ নয়। তবে আবশ্যক মনে করে প্রতিদিন পড়া বিদআত হবে। আল্লাহ ভাল জানেন।