আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2857

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 25 নভে. 2013

প্রশ্ন

আমরা মসজিদে জামাতে নামাজ পড়ি, মসজিদে আগে থেকে বিছানা বা জায়নামাজ বিছানো থাকে। এখন এগুলোতে যদি নাপাক থাকে তাহলে কি করনিও? আমরা জানিনা এগুলো পাক না নাপাক। কারন অনেক দিন যাবত সাধারণত এগুলো ধোয়া হয় না।

উত্তর

আপনি যদি জানতে পারেন যে, বিছানা নাপাক তখন না ধোয়ার প্রশ্ন। অন্যথায় পাক আছে বলে বিবেচিত হবে। কারণ মসজিদের মধ্যে বিছানো বিছানা পাক থাকবে এটাই স্বাভাবিক। এই সব আজে-বাজে চিন্তা মাথার ভিতর না নিয়ে আসা ভাল।