আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2650

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 2 মে 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম,আমার প্রশ্ন হল কেউ যদি সধারণ ভাবে গোসল করে,গোসলের শুরুতে হাত না ধোয়,কুলি না করে,নাকে পানি না দেয়, তাহলে কি তার ফরজ গোসল আদায় হবে। আর ফরজ গোসলের শুরুতে কি নিয়ত করা লাগে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, কুলি ও নাকে পানি না দিলে গোসলের ফরজ আদায় হবে না। নিয়ত করা জরুরী নয়।