আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2595

হালাল হারাম

প্রকাশকাল: 8 মার্চ 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ভাই আমি যানতে চাই যে আমাদের এলাকায় বা গ্রামে ১,০০০০০ টাকা দিয়ে জমি কট নেওয়া হয়। সেই জমি আবার অন্যা জনের কাছে (বগা) দেওয়া হয়। তার সাথে মিট করা হয় যে সে আমাকে প্রাতি বছর ১০/১২ মন ধান দিবে। আমার কথা হচেছ যে এটা কি হালাল না হারাম। এই ব্যপারে ইসলাম কি বলে? । দয়া করে যানাবেন কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।১,০০০০০ টাকা দিয়ে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে সকল ফসল নিজে নিয়ে পরে ঐ টাকাটা ফিরিয়ে দিলে জমি ফিরিয়ে দেওয়ার যে নিয়ম আছে তা স্পষ্ট সুদ। প্রয়োজনে 01762629405