আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2552

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 জানু. 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একজন ইমাম। মাঝে মাঝে বিশেষ করে শুক্রবারে অনেকে দুয়া করার বা নেওয়ার জন্যে আমাকে টাকা দিয়ে থাকে, যাতে আমি সব মুসল্লিদের নিয়ে তার জন্যে দুয়া করি। ১) আমার জানার বিষয় হল,এই প্রচলিত দুয়া কতটুকু সুন্নাত সম্মত?
২) সালাত শেষে সম্মিলিতভাবে হাত তুলে দুয়া করলে কি বিদয়াত হবে? ৩) কুর আন খতমের পর দুয়া বখশানোর বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুআ সুন্নাহসম্মত। অনেকেই রাসূলুল্লাহ সা. এর কাছে দুআ চেয়েছেন। কুরআনেও আল্লাহ তায়ালা নিজের ও সবার জন্য দুআ করতে বলেছেন।কথা হলো আপনি যে তিনটি প্রশ্ন করেছেন সেখানে যে আনুষ্ঠানিকতা আছে এগুলো পুরোপুরি সুন্নাহসম্মত নয়। কুরআন খতমের পর দুআ বখশানোর কোন বিধান নেই। কুরআন খতম করলে যারা সওয়াব পাওয়ার এমনিতেই পাবে। নামায শেষে সম্মিলিত মুনাজাতের বিষয়ে দেখুন আমাদের দেয়া 0019 নং প্রশ্নের উত্তর । সবাই মিলে দুআ করা না জায়েজ নয়, জায়েজ, একাকি দুআ করা উত্তম। তবে দুআর বিনিময়ে টাকা না নেওয়া উচিত।