আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2483

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 নভে. 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ১) নামের শেষে আলী, হুসেন হাসান দিলে কি আমরা শিয়ার অনুসারি হয়ে যাবনাতো? তাহলে কি এইগুলো ব্যবহার একে বারেই বাদ দিব?
২) নামের ১মে মোঃ লাগানো যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। নামের শেষে আলী, হুসেন হাসান দিলে আপনি শিয়া হযে যাবেন না। মোহাম্মাদ লাগালেও সমস্যা নেই। তবে নাম ছোট হওয়া ভাল।