আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2452

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 অক্টো. 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম,, সুরা নং ৩, (আল ইমরান), আয়াত ৩১। এই আয়েতের সঠিক অনুবাদ কি? ১ জন বক্তা বললেন, যদি তোমরা আল্লাহ কে ভালবাসতে চাও, তাহলে আমাকে ভালবাস,। যারা নাকি অনুসরনের অর্থ করেন তারা ঠিক করেন না। আমার জানার বিষয় হল, রাসুল সঃ কে ভালবাসা নাকি অনুসরন, একটি ছাড়া আন্যটি কি সম্ভব, আমাদের কে আল্লাহর আদেশ পালনের জন্য কোনটি করতে হবে? বিস্তারিত জানালে চিন্তামুক্ত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সঠিক অনুবাদ হলো, যদি তোমরা আল্লাহকে ভালবাসতে চাও তাহলে আমার অনুসরন কর। রাসূলুল্লাহ সা.কে ভালবাসতে হবে, অনুসরনও করতে হবে। আমাদেরকে আল্লাহর আদেশ পালন করতে হলে দুটিই করতে হবে। হাদীসে পূর্ণাঙ্গ মুমিন হওয়র জন্য রাসূলুল্লাহ সা.কে সবার চেয়ে বেশী ভালবাসতে বলা হয়েছে।