আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2407

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 সেপ্টে. 2012

প্রশ্ন

বর্তমান যুগে ১ জন মুসলিম যুবকের কি কি কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি? আমি ১ জন সাধারন মুসলিম হিসেবে জান্নেতে যাওয়ার আমল গুলো কি? এই ফেতনার যুগে আল্লাহর সন্তুস্টি আর্জনের উপাই কি? কি কাজ করলে তা সম্ভম?

উত্তর

উত্তর আল্লাহ তায়ালা বলেছেন, إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتُ النَّعِيمِ নিশ্চয় যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাতসমূহ। সূরা লুকমান, আয়াত ৮। একজন যুবকের জন্য সৎ আমলের মধ্যে রয়েছে নিয়মিত সালাত ও অন্যান্য ফরজ ইবাদাতগুলো আদায় করা। সকর প্রকার অশ্লীলতা এবং হারাম থেকে নিজেরকে বিরত রাখা। গান-বাজনা, মেয়েদের সাথে যে কোন ধরণের মেলা-মেশা থেকে বিরত থাকা। বিভিন্ন ইসলামী বইয়ে এগুলো বিস্তারিত আপনি পাবেন।