আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2381

বিবাহ-তালাক

প্রকাশকাল: 6 আগস্ট 2012

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, বিবাহের দেনমোহর নির্ধারণ করে গহনা দিয়ে কিছু উসুল করা হয় এটা কি কুরআন-হাদিস সম্মত এবং দেনমোহর এর টাকা এর পরিবর্তে ওই মুল্যের কোনো সম্পত্তি দেয়া যাবে কি? কুরআন-হাদিস এর আলোকে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।বিবাহের দেনমোহর নির্ধারণ করে গহনা দিয়ে কিছু উসুল করা জায়েজ। গহনাতো মূল্যবান সম্পদেরই অন্তর্ভূক্ত। দেনমোহর এর টাকা এর পরিবর্তে ওই মুল্যের কোনো সম্পত্তি দেয়া যাবে। সমস্যা নেই। তবে আলোচনার ভিত্তিতে হলে অধিকতর ভাল।