আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2361

নামায

প্রকাশকাল: 17 জুলাই 2012

প্রশ্ন

আস-সালামু-আলাইকুম, জী, আমি জানতে চাই ১- রফ উল ইয়াদাইন না করে নামাজ পড়া বেশি ভালো নাকি রফ উল ইয়াদাইন করে নামাজ পড়া বেশি ভালো, এবং কোনটাতে সোয়াব বেশি? ২-নামের পরে মাদানী, কাশেমী, বুখারী ইত্যাদি টাইটেল লাগানো কি বিদয়াত হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আলেমদের একদল বলেছেন রফউল ইয়াদাইন করা উত্তম, অন্যদল বলেছেন, না করা উত্তম। দুটির সমর্থনেই হাদীস আছে। আমাদের কথা হলো যে কোন একটি পদ্ধতিতে আমল করলেই আপনি পূর্ণ সওয়াবের অধিকারী হবেন। নামের শেষে এই ধরণের পদবী দেওয়া বিদআত নয়।