আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2250

নামায

প্রকাশকাল: 28 মার্চ 2012

প্রশ্ন

assalamualikumorahmatullah,,. ১)নামাজে কুরআনের সুরা গুলোর sereal ঠিক রাখা কি? না হলে কি problem হবে, ২) ১ম রাকাতে সুরা নাস, ২য় রাকাতে সুরা কাফিরুন পরলে কি নামাজ ফাসেদ হবে?
৩) যদি ১ম রাকাতে সুরা নাস পড়লে, ২য় রাকাতে কি পড়া উচিৎ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতহু।সালাতের মধ্যে সূরার সিরিয়াল ঠিক না রাখলে কোন সমস্যা নেই। ১ম রাকআতে সূরা নাস পড়লে দ্বিতীয় রাকআতে যে কোন সূরা পড়া যেতে পারে।