আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2248

নামায

প্রকাশকাল: 26 মার্চ 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ১.আমি নামাজ শেষ করে দেখলাম, আমার ঠিক পেছনের লোকটির নামাজ এখও শেষ হয়নি, আমার ডানে – বামে কেউ নেই, এমন সময় কি আমি উঠে যেতে পারবো? ২, সামনে সুতরা রেখে কি নামাজ আদায় করা যাই?
৩)সালাত কে নাকি নামাজ বলা নাকি ঠিক নয়, এর সত্যতা জান তে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঠিক সামনে থাকলে প্রয়োজনে উঠতে পারেন। ২। যাবে, যদি মনে হয় যে সামনে দিয়ে কেউ যেতে পারে তাহলে সুতরা রেখে নামায আদায় করা উচিত। ৩। সালাত আরবী শব্দ। সালাত বলা অবশ্যই ভাল। তবে নামায বলা ঠিক হবে না, এই কথাটা বলা ঠিক হবে না।