আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2216

নামায

প্রকাশকাল: 23 ফেব্রু. 2012

প্রশ্ন

assalamu alikum orahmatullah,,, . আমার প্রশ্নের পেয়ে আমি আপনাদের উপর খুশি হয়েছি, যাজাকাল্লাহু খয়রান। আমার আজকের প্রশ্ন, কোন মুসল্লি যদি মসজিদের কোন জাইগাকে তার জন্য নির্দিস্ট করে নেয়, সে শুধু ঐ জাইগাতেই বসে নামাজ আদায় করে থাকে, এমনকি কেও সেখানে বসলে উঠিয়ে দিয়ে বসে। এই মুসল্লির কি এটা উচিত হচ্ছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা আপনাদের উপকার করতে পারছি জেনে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনার প্রশ্নের উত্তর হলো, না এটা করা তার ঠিক হচ্ছে না।