আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2158

বিবিধ

প্রকাশকাল: 27 ডিসে. 2011

প্রশ্ন

আস্সালামুআলাইকুম!! গত প্রশ্নের উত্তরের জন্য ধন্যবাদ। আমার আজকের প্রশ্ন হলো- আমরা জানি রাসূল (স) সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। আমরা এও জানি সর্ব প্রথম উম্মতের জন্য সুপারিশকারী হবেন। তার অনুরোধের ভিত্তিতে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন। যখন বিচার কাজ শুরু হবে তখন কেউ জান্নাতে দাখিল হবে কেউবা জাহান্নামে। যেহেতু রাসূল (স) সবার আগে জান্নাতে প্রবেশ করবেন তার মানে কোনো উম্মত বিচারের মাধ্যমে জান্নাতের জন্য উপযুক্ত হয়ে কি জান্নাতে প্রবেশ করতে পারবে না? কারণ সেই সময় তো রাসূল (স) কেয়ামতের মাঠে উম্মতদের কে নিয়ে ব্যস্ত থাকবেন। আমরা এও জানি দরিদ্র নেককার বান্দারা ধনী ব্যক্তিদের আগে জান্নাতে প্রবেশ করবে। বুঝা যায় বিচারের ভিত্তিতে মানুষ জান্নাত জাহান্নামের জন্য দাখিল হয়ে যাবে। তাহলে যদি রাসূল (স) সবার আগে জান্নাতে প্রবেশ করেন তাহলে উম্মতের অবস্থা কি হবে? যেহেতু একজন একজন করে বিচার করা হবে সে হিসেবে মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন তা ইমান ও আমল কোনটির সাথে সম্পক্ত নয়। এই প্রশ্নের উত্তর জানার কোনই দরকার নেই। রাসূলুল্লাহ সা. সুপারিশ করবেন, কিভাবে করবেন ওটা আমাদের কী দরকার। নেক আমল করেন ইনশাআল্লাহ সাফায়াত পাবেন, আপনাকে ছেড়ে তিনি যাবেন না।