আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2045

বিবিধ

প্রকাশকাল: 5 সেপ্টে. 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি। হলে থাকি। অনার্স পড়াকালীন সময়ে একবার হলের মেসের (খাবারের মেস) এর দায়িত্ব নিয়েছিলাম। দুমাস মেস ভালভাবে চালানোর পরেও প্রায় ৫০,০০০ টাকা বেঁচে গিয়েছিল। হলের মেস গুলোতে সাধারণত নতুন কমিটিকে বেঁচে যাওয়া টাকা বুঝিয়ে দেয়া হয়না। আমিও নতুন কমিটিকে টাকা বুঝিয়ে না দিয়ে নিজের কাজে ব্যবহার করেছিলাম। এখন খুব অনুতপ্তে ভুগছি। মেসের মেম্বারদের টাকা এভাবে ব্যয় করার কারনে নিজেকে ক্ষমা করতে পারছিনা। এখন কিভাবে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি?
বিঃদ্রঃ গত দুই বছর যাবত ইসলাম বুঝে বুঝে পালনের চেষ্টা করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাদের টাকা তাদের কাছে পৌছে দেয়ায় তো সমাধান। যদি কোন ভাবে সম্ভব না হয় তাহলে উক্ত টাকা তাদের নামে দান করে দিবেন। এভাবে আশা করা যায় আপনি মুক্তি পাবেন।