আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1960

বিবিধ

প্রকাশকাল: 12 জুন 2011

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,কেউ যদি ফরজ রোযার কাজা রাখে আর স্ত্রী সহবাসের কারণে তা ভেংগে গেলে তাতে কি গুনাহ হবে আর তার জন্য কি কাফফারা দিতে হবে? উল্লেখ্য আমি বিগত অনেক আগের রোযা গুলা লিস্ট করে কাজা রাখার চেষ্টা করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রামাজানের কাজা রোজা সহাবাসের মাধ্যমে ভেঙে ফেললে শুধু কাজা করতে হবে কাফফারা দিতে হবে না। এই বিষয়ে ইমাম নববী রহি. বলেন, لو جامع في صوم غير رمضان من قضاء أو نذر أو غيرهما فلا كفارة وبه قال الجمهور وقال قتادة تجب الكفارة في إفساد قضاء رمضان কেউ যদি রমাজানের বাইরে রমাজানের কাজা রোজা, মান্নাতের রোজা কিংবা অন্য কোন রোজা রেখে ভেঙে ফেলে তাহলে অধিকাংশ আলেমের মতে কাফফারা দিতে হবে না। কাতাদাহ রহি. বলেছেন, রমাজানের কাজা রোজা ভাঙলে কাফফারা ওয়াজিব। আলমাজমু শারফিল মুহাজ্জাব, ৬/৩৪৫।