আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1931

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 মে 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম ১। স্বামী-ই যদি পর্দার অন্তরায় হয়ে দাঁড়ায়? তার পরিবার এর নন মাহরাম পুরুষ এর সাথে কথা না বললে রাগ হয়,সঠিক পর্দা করলে বিরক্ত হয়, যে নিজে আল্লাহর হুকুম মানার ব্যাপারে গাফেল, সেই স্বামী অসন্তুষ্ট থাকলে কি বৌ এর গুনাহ হবে? সেই স্বামী অসন্তুষ্ট থাকলে কি বৌ জাহান্নামী হবে?
২। আমি আরবি ভাষা শিখতে চাই,কিভাবে শুরু করলে organized ভাবে শিখা যাবে। এই মুহূর্তে কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে শেখাটা আমার জন্যে একটু কষ্টকর । যদি কোনো বই এর রেফারেন্স দেন তাহলে খুব ভালো হয়। ৩। আমি অনেক সময় বাচ্চা কে দুআ পরে পিছন এর দিক থেকে ফু দেই (হয়তো ও আমার থেকে অন্য দিকে কাত হয়ে শুয়ে আছে এমন অবস্থায় ) এতে কি কোনো সমস্যা আছে?
জাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এতে স্ত্রী গুনাহগার হবে না, এই কারণে স্বামী অসন্তুষ্ট থাকলে স্ত্রী জাহান্নামী হবে না। হাদীসে আছে, لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ আল্লাহর নাফরমানীর কাজে কাউকে আনুগত্য করা যাবে না, আনুগত্য হবে ভাল কাজে। সহীহ বুখারী, হাদীস নং ৭২৫৭। ২। একজন ভাল শিক্ষিকার কাছে শেখা শুরু করতে হবে। বই বিষয় নয়, শিক্ষিাকা ভাল হওয়া প্রয়োজন। ৩। অসুবিধা নেই।