আসসালামু আলাইকুম, জ্বী, আমাদের হানাফী মাযহাবের অনেক আলেম বলেন যে আহলে হাদীস রা ইংরেজ আমলে তৈরী হয়েছে, এই কথাটির কি কোনো ভিত্তি আছে? আর কেউ যদি হানাফী থেকে আহলে হাদিস হয়, তাহলে সে পথ ভ্রষ্ট বলে গণ্য হবে? দয়া করে এই প্রশ্নগুলির উত্তর দেবেন। জাযাকাল্লাহু খাইর।