আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1870

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 মার্চ 2011

প্রশ্ন

আমার এক জনকে ভাল লাগে, কিন্তু সে আমাকে ভালবাসে না, আমি কুন ভাবেই মেনে নিতে পারছি না এই কথাটি, হতাশায় কাটছে দিন, আত্মহত্তা প্রবন হয়ে যাচ্ছি দিন দিন, সবাই বলে আল্লাহ যা করেন ভালর জন্নই করেন, আমি কিছু তেই বুঝাতে পারছি না কথাটা নিজেকে, আমি তাকে ভাল লাগার পর থেকে নিয়মিত নামাজ পরি আগে পরতাম না, অনেক পরিবরতন এসেছে আমার মাঝে, কিছুতেই ভুলতে পারছি না, পিরা দিচ্ছে, আমি অবশ্যই তাকে বিয়ে করতে চাই, হারাম কিছু করার ইচ্ছা নাই, কিভাবে তাকে বুঝাতে পারি কিছুই বুঝতে পারছি না, আমার তাকেই চাই, কি করতে পারি?

উত্তর

আমি কিছুতেই বুঝতে পারছি না, যে আপনাকে চাই না আপনি কেন তার জন্য পাগল হবেন। এটা তো পৃথিবীর স্বাভাবিক নিয়মের বাইরে। যে আপনাকে কাছে নিতে রাজি নয় আপনি তার কাছে যাওয়ার চিন্তা করাটাও তো চরম পর্যায়ের বোকামী।দ্বিতীয়ত, এই ধরলে ভাল লাগা- ভালবাসাকে ইসলাম সমর্থন করে না। বিয়ের আগে এই ধরণের কাজ-কর্ম অবৈধ। আপনি আল্লাহর কাছে দুআ করুন, তিনি যেন আপনার জন্য এমন একজন ছেলের ব্যবস্থা করে যে আপনাকে ভাল বাসবে। আমরাও সেই দুআ করি। যে আপনাকে ভালবাসে না তাকে কাছে টানার চেষ্টা না করে যে ভালবাসে তাকে খোঁজ করুন।