আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1804

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 জানু. 2011

প্রশ্ন

Assalamu Alaikum warahmatullah. Is my income halal if I work at a non-Muslim bank? Jazakallahumul khair.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নন-মুসলিম বলতে কী বুঝাচ্ছেন এটা স্পষ্ট নয়। তবে এর অর্থ যদি সুদভিত্তিক ব্যাংক হয় তাহলে উত্তর হলো: হররত জাবের রা. বলেন, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ অর্থ: রাসূলুল্লাহ সা. সুদ গ্রহীতা, দাতা, লেখক, সাক্ষীদ্বয় প্রত্যেকের উপর লানাত (অভিশাপ) দিয়েছেন এবং বলেছেন (পাপের দিক থেকে) সবাই সমান। সহীহ মুসলিম, হাদীস নং৪১১৭। সুতরাং এখানে আপনি কিভাবে চাকুরী করবেন? আপনাকেতো এই লানতের ভিতর পড়তেই হবে। সুতরাং আমাদের জন্য আবশ্যক সুদভিত্তিক ব্যাংকে চাকুরী থেকে বিরত থাকা।