আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1796

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 ডিসে. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার কোমরে (মেরুদন্ড) এ ২০০৪ (সম্ভবত) অপারেশন করা হয়। ডাক্তারের এর পরামর্শ অনুযায়ি চেয়ারে বসে নামায পরি। আমি অপারেশান এর পরদিন থেকে সুস্থ। ভবিষ্যত এর কথা চিন্তা করে আমি আখনো ডাক্তার এর পরামর্শ অনুযায়ী চেয়ারে বসে নামায পরি। এতে আমার নামায হবে কি না জানাবেন। মামুন, ০১৭১১০৮০৮৯৪

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আবার এখন ডাক্তারের পরামর্শ নিন। যদি সাজদা দিতে নিষেধ করেন তাহলে। দাঁড়িয়ে নামায পড়বেন, রুকু সাজাদ দাঁড়ানো অবস্থাতেই দিবেন যেভাবে চেয়ারে বসে দেন। রুকুর তুলনায় সাজদাতে মাথা একটু বেশী ঝুকাবেন। যারা দাঁড়াতে বা নিচে বসতে অক্ষম তারাই কেবল চেয়ারে নামায পড়বে।