আসসালামু আলাইকুম। একটি বাচ্চা ছেলের মা বাবার মধ্যে সম্পর্ক ভালো নয়। বাবা মাদকাসক্ত এবং বাচ্চাকে আদর করে না। এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের পর মা কি তার বাচ্চাকে নিজের কাছে রাখতে পারে? বাচ্চা সহ অন্যত্র বিয়ে করার বিধান কী?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সন্তানের যাবতীয় খরচের ভার পিতার। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত নিজের কাছে রেখে দেখা-শোনা করতে পারবে। তবে খরচ পিতার। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সন্তান তার পিতার অধীনে চলে যাবে। তবে পিতা-মাতার সম্মতির ভিত্তিতে যে কোন যায়গায় সন্তান থাকতে পারে। মা নতুন বিবাহ করলে নতুন স্বামী আগের স্বামীর সন্তানের দায়িত্ব নিতে বাধ্য নন।