হালত- আমার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভায়। থাকি ময়মনসিংহে। বাড়িতে যাওয়ার সময় ময়মনসিংহ থেকে গাজীপুর চৌরাস্তা যাই,যার দূরত্ব ৮৮ কিমি। গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈর পৌরসভার সীমানা শুরু হতে আরও ১৫ কিমি। ১) বাড়িতে যাওয়ার সময় যদি গাজীপুর চৌরাস্তায় ১২টা ৩০ মিনিটের দিকে পৌছাই,তাহলে জোহরের নামাজের জন্য কি জামাতের অপেক্খা করব না একাকী পড়ে কালিয়াকৈর রওয়ানা হব?
২) যদি একাকী নামায পড়ি তাহলে পুরা নামায পড়তে হবে নাকি কসর হিসেবে ২ রাকাত আদায় করলেই হয়ে যাবে?
৩) নাকি বাসায় গিয়ে পুরো নামায পড়তে হবে?
উল্লেখ্য,গাজীপুর চৌরাস্তায় বাস পরিবর্তন করতে হয়। চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দূরত্ব ১৫ কিমি হলেও জ্যামের কারণে মাঝেমাঝে ২ ঘন্টাও লেগে যায়। হালত-২
যদি জোহরের নামায জামাতের সাথে ময়মনসিংহ থেকে আদায় করার সময় সাথে আসরও একাকী পড়ে রওয়ানা হই,যাতে রাস্তায় গাড়ির সমস্যায় না পড়তে হয়-জায়েয হবে কিনা?