আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1602

নামায

প্রকাশকাল: 19 জুন 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ডঃ খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা লেকচারে শুনেছিলাম যে, উনি বলেছেন যে, আমাদের দেশে যেভাবে তারাবি নামাজ পড়া হয় তারা সবাই ফাসেক। হউক ৮ বা ২০। তারাবি আমাদের মসজিদে ও ঠিক একইভাবে পড়া হয়। গত বছর মসজিদে তারাবি পড়লাম জামাতে। রুকু সেজদাতে ঠিকমতো তাসবীহ তো পড়াই যায় না তার উপর এত দ্রুত গতিতে কোরআনের আয়াত পড়ে যায় যেখানে কোন আবেগই কাজ করে না। তারউপর নিজেকে গুনাহগার মনে হয় যে নামাজ নিয়ে কি আমরা মসকারা করিছিনাতো! অনেক ওয়াজিব ছুটে যায়। আসলে আমি এভাবে নামাজ পড়তে চাই না। কেননা, স্বাভাবিকভাবে আমি যখন নামাজ পড়ি আমি চেস্টা করি নামাজের যত্ন নিতে। তাই আমার স্বাভাবিক নামাজের সাথে কোনভাবেই তারাবির নামাজ মিলাতে পারি না যা আমার জন্য পীড়াদায়ক। আর আমি ফাসেক হতেও চাই না। এমতাবস্থায় আমি যদি ঘরে তারাবি ধীরেসুস্থে মনোযোগী হয়ে পড়ি এতে আসলে কোন বড় ধরনের গুনাহ বা আপত্তি আছে কিনা শরিয়তের দৃষ্টি তে তা জানতে চাই। জাজাকাল্লাহ খইরান
স্যারের ভিডিও লিংক

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তারাবী নামায সুন্নাত। সুন্নাত নামায বাসায় একাকী পড়লে কোন সমস্যা নেই। বরং এটাই উত্তম।