যদি মুসলিম শরিফ ৭৪৭ নং হাদিস অনুযায়ী রুকুতে যাওয়ার আগে ও পরে আবার আল্লাহু আকবার বলে তাকবির বাধি,তবে তা নাকি আমদের তরিকা অনুযায়ী সঠিক হবেনা। এটা কি ঠিক? আসলেও কি তরিকা বলে কিছু আছে? আর উপরের নিয়ম অনুযায়ী নামায পড়া যাবে কিনা নাকি গুনাহ হবে?প্লিজ জানাবেন।