আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাইখ?
আমার প্রশ্ন হলঃ- ১. মসজিদ সালাত পরে বের হউয়ার সময় দেখি, আমার জুতা টা কেউ নিয়ে গিয়েছে আর তারটা রেখে গিয়েছে। জুতা দেখতে তারটা আর আমারটা প্রায় এক-ই রকম। আমার টা একটু সিলাই দেউয়া, আর উনার টা দেখতে খাটি, মনে হল বেশি দিন হয় নাই কিনেছে। কিছুক্ষন অপেক্ষা করে, ইমাম সাহেব কে ঘটনা বললে, উনি বললো, জুতা নিয়ে যেতে পার, জায়েজ আছে। আমি কয়েকবার মসজিদে আবার আসছিলাম, যদি জুতার সন্ধান পাউয়া যায়। কিন্তু তা আর এখন ও পাই নি। আর উনার জুতাও আমি ব্যবহার করছি। এখন এইটা কি করা যেতে পারে, কুরান, সুন্নাহ অনুসারে সমাধান কি?
২. সূফি অর্থ কি? সূফি কারা? এদের আকিদা কি সহিহ?
যাজাকাল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।