আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1548

নামায

প্রকাশকাল: 26 এপ্রিল 2010

প্রশ্ন

নামাযের শেষে সালাম ফিরানোর আগে দুয়া কুনুতের পর কি টাইপ দুয়া পড়া যাবে, মানে কোন কুরয়ান শরিফের আয়াত (যেমন সুরা আল ইম্রানের ২৬-২৭ নাম্বার আয়াত) পড়া যাবে কিনা নাকি কেবল কুরআন শরিফের আয়াত নয়। এমন দুয়া পড়তে হবে? প্লিজ জানাবেন

উত্তর

নামাযের শেষে সালাম ফিরানোর আগে দুআ মাসূরার সময় আপনি কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ পড়তে পারেন।