আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1546

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 এপ্রিল 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম. ১. কোন অফিসের কর্মকর্তা / কর্মচারী অফিসের কোন কাজে বাহিরে গেলে TA এবং DA যে টাকা পাওয়া যায়, তার মধ্যে কিছু টাকা বেচে গেলে কী টাকা কর্মকর্তা / কর্মচারি রাখতে পারবে? ধরুন ঢাকা যাওয়ার জন্য বরাদ্ধ করা হলো, ১০০০ টাকা, আর কেউ যদি ৮০০ টাকায় যাওয়া-আসা ও খাওয়া বাবদ খরছ করল, বাকী ২০০ টাকা কি নিজের কাছে রাখতে পারবে, না কি অফিসে জমা দিতে হবে। নিজের কাছে রাখলে এটা কি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। টাকা কিভাবে দেয় সেটা দেখতে হবে। যদি এমন শর্তে দেয় যে যত টাকা লাগবে তার অতিরিক্ত ফেরৎ দিতে হবে আর বেশী লাগলে দেয়া হবে তাহলে খরচের অতিরিক্ত টাকা ফেরৎ দিতে হবে। আর যদি এভাবে দেয় যে, এত টাকা এই ভ্রমনের জন্য বরাদ্দ, বেশী লাগলে দেয়া হবে না তাহলে খরচের অতিরিক্ত টাকা ফেরৎ দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে 01734717299