আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1540

প্রকাশকাল: 18 এপ্রিল 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, আমাদের এলাকায় সামনে মেম্বার পদ প্রার্থী ভোট হবে। আমাদের বাড়ির পাশে এক বড় ভাইও মেম্বার পদে দাড়িয়েছেন। কিছুদিন আগে হঠাৎ আমাকে রাস্তায় দেখে আমার সাথে বিভিন্ন ইমোশনাল কথা-বার্তা বলে আমার কাছ থেকে তাকে ভোট দেয়ার ওয়াদা নিয়েছেন। আমিও লজ্জায় পড়ে ভোট দিব বলেছি। কিন্তু আমার তাকে ভোট দেবার কোনো ইচ্ছা ছিলোনা এবং নেই। এখন ওয়াদা ভংগ করাতো মুনাফিকির বৈশিষ্ট্য। আমি কি করবো বুঝতে পারছিনা। সে যখন বলেছিল ‘ওয়াদা’ আমিও বলেছিলাম ‘হ্যা ওয়াদা’। কসম করিনি। আমি কি অন্যজনকে ভোট দিতে পারবো?[ উনার থেকে আরেকজনকে ভোট দিলে এলাকার উন্নয়ন বেশি হবে বলে মনে করি তাই। ] তাকে ওয়াদা দেয়ার পর আমার খুব খারাপ লাগছে যে, তাকে ভোট দিতে হবে; যেহেতু লজ্জায় তাকে না করতে পারিনি। দয়া করে সমস্যার সমাধান দিলে উপকৃত হবো। জাযাকাল্লাহ খায়রান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ওয়াদা ভঙ্গ করার কোন সুযোগ নেই। আপনি কৌশেলে এড়িয়ে যেতে পারতেন।