আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1535

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 এপ্রিল 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, শায়খ আমি একটি প্রজেক্টের অধীনে বিদেশীদের সাথে কাজ করি, আমি সব সময় চেষ্টা করি আমার রিজিককে হালাল রাখার জন্য । আমার বিদেশী বসের কথা মত, তার জন্য আমি প্রায়ই অতিরিক্ত বিল বানিয়ে দেই, যদিও এই ধরনের কাজকে আমি মন থেকে ঘৃণা করি, কিন্তু তার মুখের উপর না বলতে পারি না। এমতাবস্থায় আমার উপার্জন কি হারাম হয়ে যাচ্ছে বা আমি কি কারো হক নষ্ট করছি? এ ছাড়াও ক্যাম্পের ভেতরে থাকার কারনে, দীর্ঘদিন থেকে জুমার নামাজ পড়তে পারি না, কারন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর, বাহিরে যাওয়া নিষিদ্ধ, এমনকি নামাজের জন্য ও বাহিরে যাওয়া যায় না । এমতাবস্থায় আমার করনীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অতিরিক্ত বিল বসানো সম্পূর্ণ অনৈতিক কাজ। এই কাজ আপনার জন্য জায়েজ নেই। জুমার নামায পড়তে না দেওয়া এগুলো তো স্বাভাবিক কোন ব্যাপার নয়। এভাবে চলতে থাকলে তো আপনি ইমান-আমল থেকে বিচ্যুত হয়ে যাবেন। অতিরিক্ত বিল বসানোর কারণে আপনার আয়ের একটি অংশ হারাম হয়ে যাচ্ছে। নতুন কোন চাকুরীর চেষ্টা করুন, যতদিন না পান এখানে কাজ চালিয়ে যেতে পারেন। বিকল্প আয়ের ব্যবস্থা থাকলে এখনই এই চাকুরী ছেড়ে দিন।