আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1449

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 জানু. 2010

প্রশ্ন

১/ একজন মুসলমান যা কিছু করে তা সবকিছু কি ইবাদত যেমন- হালাল রিয়িক অনুসন্দান করা বা চাকরির জন্য পড়াশুনা করা, দুনিয়াবি যে কোন কাজ করা,অব্যশই খারাপ কাজ নয়।

উত্তর

হ্যাঁ, একজন মুসলিম সহীহ নিয়তে রাসূলুল্লাহ সা. সুন্নাত অনুযায়ী যা কিছু করেন সব কিছেই এক ধরনের ইবাদত। হাদীসে বিভিন্ন সময় ভাল কাজগুলোকে সদকাহ বলা হয়েছে।