আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1349

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 অক্টো. 2009

প্রশ্ন

আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে এর কাফ্ফারা কী? দয়াকরে জানাবেন।

উত্তর

জ্বী, কাফফারা দিতে হবে। কাফফারা হলো দশজন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো অথবা দশ জন মিসকিনকে জামা-কাপড় দেয়া। এগুলো না পারবেল তিনটি রোজা রাখা। আলকুরআন, সূরা মায়িদাহ, আয়াত নং ৮৯।