ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আমি দুআটির আরবী পাঠ দিয়ে দিলাম। আপনি যদি আরবী না পড়তে পারেন তাহলে আরবী জানে এমন কারো থেকে জেনে নিবেন। اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِي بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي ، وَنُورَ بَصَرِي ، وَجِلاَءَ حُزْنِي ، وَذَهَابَ هَمِّي
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৯৭২। হাদীসটিকে শায়খ আলবানী রহ. সহীহ বলেছেন। শায়খ শুয়াইব আর নাউত রহ.ও সহীহ বলেছেন। তবে ইমাম দার কুতনী যয়ীফ বলেছেন। তবে হাদীস আমলযোগ্য হওয়ার ব্যাপারে সন্দেহ নেই। আপনি কোন দু;খ কষ্টের সম্মুখিন হলে এই দুআটি বারবার পড়বেন। নফল সালাতের সাজাদতে পড়বেন, দুআ মাসূরার সময় পড়বেন এবং অন্যান্য সময় পড়বেন। তাহলে আল্লাহ আপনার সমস্যা দূর করে দিবেন। রাহে বেলায়াত বইয়ের জন্য যোগাযযোগ করুন: 01711152954