আসসালামু আলাইকুম, আমি ঢাকায় একটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে পড়ি । প্রায় ১ মাস হলো আমি দাড়ি রাখছি এবং নিয়ত করেছি যেকোনো অবস্থাতেই দাড়ি আর কাটবনা। কিন্তু দেশের সার্বিক পরিস্তিতির কারণে আমার বাবা-মা ভীষণ ভাবে আমাকে নির্দেশ দিয়েছে যে, আমাকে দাড়ি কাটতেই হবে। এবং এরজন্য তারা আমার সাথে কর্কশ ব্যবহার ও করছে। প্রথম অবস্থায় আমার বড় আপা রাজি ছিল, এমন পরিস্তিতির কারণে সেও এখন আমাকে দাড়ি কাটার জন্য বলছে। এককথায়, আমার পরিবারের বাবা-মা, ভাই-বোন কেউ আমার সাথে একমত না। আমি এখন ঢাকাতেই আছি। কিছু দিনের মধ্যে বাড়িতে যাবো। তখন হয়তো তারা আমাকে একপ্রকার বাধ্য করে ফেলবে দাড়ি কাটার জন্য। এখন আমি কি করতে পারি? নিজের সিদ্ধান্তে অটল থাকবো নাকি বাবা-মা এর সিদ্ধান্ত মেনে নেবো?
এ বিষয়ে শরীয়তের সিদ্ধান্ত কি? দয়া করে একটু দ্রুত জানাবেন…