আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1244

নামায

প্রকাশকাল: 26 জুন 2009

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,সফরে থাকলে কসরে বিতর পড়তে হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে আছে রাসূলুল্লাহ সা. সফর অবস্থাতেও বিতর আদায় করতেন। সহীহ বুখারী, হাদীস নং ১০০০। সুতরাং সফরে বিতর আদায় করা্ উচিৎ। হাদীসটির মূল পাঠ হলো 1000- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ : حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ يُومِئُ إِيمَاءً صَلاَةَ اللَّيْلِ إِلاَّ الْفَرَائِضَ وَيُوتِرُ عَلَى رَاحِلَتِهِ