আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1242

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 জুন 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম যার বিস্তারিত ঘটনা ৫৭৫, ৬৬৩ প্রশ্নে উল্লেখ করেছি। কিন্তু পরবর্তিতে তার পরিবার আমাকে আমার পরিবারকে রাজি করানোর শর্ত দিয়েছে। আমার পরিবার রাজি হয়নি। ফলে বিয়ে করা সম্ভব হয়নি। আমার আব্বা আম্মা অন্য কয়েকটি দেখলেও বিভিন্ন কারণে বিয়ে সম্ভব হয়নি। এ অবস্থায় আমার হজ্জ্ব পালন করার মত পর্যাপ্ত টাকা আছে। ২০১৭ সালের হজ্জ্ব কার্যক্রম ডিসেম্বর/ জানুয়ারীতে শুরু হবে ইনশা আল্লাহ। বিয়ে করলে হজ্জ্ব করার টাকা নাও থাকতে পারে বা আমি আমার পরিবার থেকে প্রচণ্ড বাধা পাওয়ার আশঙ্কা করছি। এ অবস্থায় হজ্জ্ব কার্যকম শুরু হলে আমি কি আমার বাবা মা কে না জানিয়ে হজ্জ্বে যাওয়ার জন্য আবেদন করব যদি এ সময়ের মধ্যে আমার বিয়ে না হয়? আমার জিম্মায় কি হজ্জ্ব ফরজ হয়ে গেছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যাই করবেন পিতা-মাতার সাথে আলোচনা করেই করবেন। হজ্জে যেতে চাইলে বাবা-মার সাথে আলোচনা করেই যান। আপনার যদি হজ্জে যাওয়ার মত পর্যাপ্ত অর্থ ও অন্যান্য বিষয়াদি থাকে তাহলে আপনার উপর হজ্জ ফরজ।