আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1231

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 জুন 2009

প্রশ্ন

১. সরকারী সঞ্চয় পত্র ক্রয় করলে কিছটা আয়কর ছাড় পাওয়া যায়, এক্ষেত্রে আমি সরকারী সঞ্চয় পত্র ক্রয় করতে পারব কিনা? আর সরকারী সঞ্চয় পত্র থেকে যে মুনাফা পাওয়া যায় তা দিয়ে আয়কর প্রদান করতে পারব কিনা? অনুরুপ ভাবে ডিপিএস খুলে আয়কর ছাড় নেওয়া যাবে কিনা? ইসলামের দৃষ্টিতে জানালে উপকৃত হবো । ২. মনে করেন ০১/০৭/২০১৬ তারিখে আমার কাছে এক লাখ টাকা আছে, ৩০/০৬/২০১৭ তারিখে আমার কাছে হলো তিন লাখ টাকা। এখন আমাকে কত টাকার যাকাত দিতে হবে? এক লাখ টাকার না তিন লাখ টাকার?

উত্তর

সরকারী সঞ্চয় পত্র কয়েক প্রকারের বলে আমরা জানতে পেরেছি। আপনি কী ধরনের সঞ্চয় পত্র ক্রয় করবন তা বিস্তারিত জানালে উত্তর দেয়া সহজ হবে। ২। আপনাকে তিন লাখ টাকার যাকাত দিতে হবে। নিসাব পূর্ণ হলে আপনার উপর যাকাত ফরজ হবে। আর এক বছর পর যখন যাকাত দিবেন তখন আপনার কাছে যত টাকা আছে পুরো টাকার যাকাত দিবেন।