আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1215

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 মে 2009

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমি জেনেছি অমুসলিম নারীদের সামনেও পর্দা করতে হয়। তাদের সামনে পর্দার বিধান এবং গাইরে মাহরামদের সামনে পর্দার বিধান কি একই রকম? যেমন, বিয়ের অনুষ্ঠানে কনে যদি অমুসলিম নারীদের সামনে সামান্য সাজগোজ করে, বিয়ের জাঁকজমকপূর্ণ পোশাক পরে কিন্তু পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখে এবং কেবল মুখ ও হাতের কবজি থেকে আংগুল পর্যন্ত খোলা রাখে তাহলে কি কনের গুনাহ হবে? উল্লেখ্য কনেকে এই অবস্থায় কোনো গাইর মাহরাম দেখতে পারবে না। শুধু বিধর্মী নারীদের সামনে এমন অবস্থার বিধান জানতে চাচ্ছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, আপনি উক্ত পোশাকে অমুসলিম মহিলাদের সামনে যেতে পারবেন।