আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্ন হল, কিছু কিছু ইস্তেঞ্জার স্থান এমন যে, পবিত্রতার জন্য টিস্যু ব্যবহার করার পর, পানি নিতে গেলে দেখা যায়, মাটিতে পড়া পানিগুলার ছিটা আসে কাপড়ে । এমন স্থানে পানি নেওয়ার বিধান কি? আবার যে স্থানে পানি নেই বা পানি শেষ হয়ে গেছে, তখন কি করবো?
জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।