আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1179

বিবিধ

প্রকাশকাল: 22 এপ্রিল 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম! ১। সন্তানের আকিকা করতে পিতা যদি টাকা দিতে না পারে তাহলে সন্তানের চাচা, দাদী, ফুফুর টাকা দিয়ে আকিকার আয়োজন করলে তা যায়েয হবে কী? ২। আকিকা করার সঠিক সময় কোনটি? ৩। জুমার নামাজ কত রাকাত ও কি কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। হ্যাঁ, পিতা ছাড়া অন্যরা টাকা দিলেও আকীকা জায়েজ হবে। ২। জন্মের ৭ম দিনে আকীকা দিবে। যেমন, শুক্রবার জন্ম নিলে পরের শুক্রবার। ৩। জুমুআর ফরজ নামায দুই রাকআত। এটা নির্ধারিত। হাদীসে জুমুআর ফরজ নামাযের আগে পরের সুন্নাত-নফল নামাযের রাকআত সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়নি। বরং সহীহ হাদীসে আছে খুতবা আরম্ভ হওয়া পর্যন্ত সুন্নাত নামায পড়বে। জুমুআর পরে কোন কোন হাদীসে রাসূলুল্লাহ সা. চার রাকআত পড়ার কথা বলেছেন (সহীহ মুসলিম, হাদীস নং ২০৭৪), আবার কোন কোন হাদীসে আছে তিনি দুই রাকআত পড়েছেন (সহীহ বুখারী, হাদীস নং ১১৬৯)। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সহীহ সনদে উল্লেখ আছে তিনি ফরজের আগে চার রাকআত পড়তে বলেছেন। আপনি যতটুকু পারবেন পড়বেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।