আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1149

হালাল হারাম

প্রকাশকাল: 23 মার্চ 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটি অনলাইন পত্রিকার জন্য লেখা পাঠাই। লেখার কনটেন্টে শরীয়া বিরোধী কিছু থাকে না। কিন্তু সেসব লেখায় পত্রিকার এডিটিং প্যানেল নিজেদের পছন্দ মত ছবি সংযুক্ত করে। তাদের সংযুক্ত করা কিছু ছবিতে বেপর্দা নারী থাকে। আমার প্রশ্ন হল আমার লেখার জন্য ছবি বাছাই করায় আমার কোনো ভূমিকা নেই। এরপরও কি এসব ছবির জন্য আমার গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি তাদেরকে অনুরোধ করবেন তারা যেন শরীয়া-বিরোধী কোন ছবি না দেন। তাতে যদি কাজ না হয় তাহলে আপনি এমন লেখা পাঠাবেন যে লেখাতে শরীয়া-বিরোধী কোন ছবি দেয়ার সুযোগই থাকবে না।