আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1144

বিবিধ

প্রকাশকাল: 18 মার্চ 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্নগুলো হল,
১. আমি একটা কম্পিউটারের দোকানে কাজ করি। এইখানে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে আবেদন করতে হয়। পাশাপাশি পাসপোর্ট ছবি থেকে ছবি বের করে দেই। কোন ফ্যাশন ওয়ালা ছবির কাজ করি না। এখন প্রশ্ন হচ্ছে, এইরকম ছবির কাজ করা যাবে কি এবং ব্যাংক প্রতিষ্ঠানে আবেদন করবো কি? – কেননা বেশিরভাগ ব্যাংক-ই সুদভিত্তিক?
২. আমি বিকেলে আমার স্টুডেন্ট কে পড়াই। কিন্তু তার পরিবার ও আমার কাজের জন্য পড়ার সময়টা পরিবর্তন করতে পাচ্ছি না। প্রায় ৪ টা থেকে পড়ানো শুরু করলে দেখা যায় আসরের সালাত মিস যায়। তাই ৩.১৫ তে আহলে হাদিস মসজিদে সালাত পড়ে তার পর পড়াতে যাই। কিন্তু সালাতের সময় নির্ধারণী ক্যালেন্ডারে দেখি, হানাফি ক্যালেন্ডারে ৩.৫০ এর পড়ে আসরের ওয়াক্ত হয় এবং সালাত শুরু হয় ৪.১৫ তে। আর আহলে হাদিস ক্যালেন্ডারে দেখি ৩ টার পড়েই ওয়াক্ত হয়ে যায় এবং সালাত শুরু হয় ৩.১৫ তে। এখন এর সমাধান স্যার কি দিয়েছেন ভাই? জাযাকুমুল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। আমরা ভাল আছি। আমরা দুআ করি আল্লাহ আপনাকেও ভাল রাখুন। আপনি কম্পিউটারে যে কাজ করছেন তা সরাসরি অপরাধ নয় তবে অপরাধে কিছুটা হলেও সহযোগিতা। তাই আপনি এমন একটি প্রতিষ্ঠান খুঁজে কাজ করার চেষ্টা করুন যে প্রতিষ্ঠানে এতটুকু সহযোগিতারও কোন অবকাশ নেই। আর আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব হলো আপনাকে অবশ্যই জামাতে সালাত আদায় করতে হবে। আপনার সমস্যার কারণে আপনি প্রথম জামাতেই (আপনার ভাষায় আহলে হাদীস মসজিদে) সালাত আদায় করে নিবেন। অন্যান্য মাজহাবেও আসরের সালাত আগেই আদায় করা হয়, সুতরাং এই সময় আসরের সালাত আদায় করলে কোন সমস্যা নেই।