আশুরার দিনে শোক পালন জায়েজ কি না? (তাজিয়া মিছিল, ফুলের মালা, বাঁশ, কালো পতাকা, ছেলে মেয়ে একত্রে রালী)?
উত্তর
আশুরার দিন সিয়াম পালন করার কথা হাদীসে আছে। তাজিয়া মিছিল, ফুলের মালা, বাঁশ, কালো পতাকা, ছেলে মেয়ে একত্রে রালী সবই নব-সৃষ্ট জঘন্য বিদআত। প্রতিটি মূমিনের জন্যই এসবে থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন।